রোনালদোর ছেলের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক

রোনালদোর ছেলের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক

৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। অনেকেই ভাবছেন, তার জায়গা কে নেবে? সেই প্রশ্নের আংশিক উত্তর মিলেছে রোনালদোর ছেলের অভিষেকে।

এই সপ্তাহে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে ১৪ বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়রের। বাবার মতো তিনিও গায়ে জড়িয়েছেন আইকনিক ৭ নম্বর জার্সি। জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। যদিও অভিষেক ম্যাচে গোল পাননি, তবু এটি ছিল রোনালদো ভক্তদের জন্য এক স্মরণীয় মুহূর্ত।

ম্যাচটিতে পর্তুগাল ৪-১ গোলে জয় পায়। ম্যাচের নায়ক ছিলেন রদ্রিগো কাবরাল, যিনি হ্যাটট্রিক করেন। ক্রিশ্চিয়ানো জুনিয়র মাঠে নামেন ৫৩তম মিনিটে, এবং ম্যাচে তার দাদি মারিয়া ডোলোরেস মাঠে উপস্থিত থেকে নাতির ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

স্পেন, ইংল্যান্ড, কিংবা যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ থাকলেও জুনিয়র বেছে নিয়েছেন বাবার দেশ পর্তুগালকে, যা তাঁর বাবার প্রতি সম্মান এবং পারিবারিক ঐতিহ্য ধরে রাখার প্রতীক।

আরও পড়ুন:

Leave a Reply