সমর্থকদের আশার মেঘে এবার বৃষ্টি নামালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন ছিল, আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলতেই আল নাসর ছেড়ে নতুন কোনো ক্লাবে যাচ্ছেন তিনি। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কথায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়। তবে এবার নিজেই জানিয়ে দিলেন এই বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে তিনি অংশ নিচ্ছেন না।
সম্প্রতি ৪০ বছর পূর্ণ করা পর্তুগিজ মহাতারকাকে নিয়ে কয়েকটি ক্লাবের আগ্রহ দেখা দেয়। ইনফান্তিনোও বলেন, রোনালদোকে ক্লাব বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছিল, হয়তো কোনো যোগ্য ক্লাবে স্বল্পমেয়াদি চুক্তিতে দেখা যেতে পারে। কারণ, আল নাসর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
তবে এই জল্পনায় নিজেই ইতি টানলেন রোনালদো। এক সংবাদ সম্মেলনে ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি সাফ বলেন, “এটা এখন অপ্রাসঙ্গিক। জাতীয় দল ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার কোনো মানে হয় না এই মুহূর্তে।”
ক্লাব বিশ্বকাপ ট্রপি

তিনি আরও যোগ করেন, “অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। কিছু প্রস্তাব যুক্তিসঙ্গত, কিছু নয়। কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন না। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, ক্লাব বিশ্বকাপে যাচ্ছি না, যদিও অনেক আমন্ত্রণ পেয়েছি।”
এদিকে, আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো জানিয়েছিলেন, রোনালদোর সঙ্গে তাদের নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে, বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাব তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে। সবশেষ ম্যাচ শেষে রোনালদো নিজের সামাজিক মাধ্যমে লেখেন, “এই অধ্যায় শেষ। গল্প? এখনও লেখা হচ্ছে।” ওই মন্তব্যের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়।
তবে এখন রোনালদোর একমাত্র লক্ষ্য জাতীয় দল। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়েই ব্যস্ত তিনি। ক্লাব বিশ্বকাপ নয়, আপাতত দেশের জার্সিতেই নিজেকে প্রমাণে মনোযোগী এই কিংবদন্তি।