রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার জাকোবো রামোনের স্টপেজ টাইমে করা নাটকীয় গোল বার্সেলোনার লা লিগা শিরোপা নিশ্চিত হওয়া ঠেকিয়ে দিল। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৯৫তম মিনিটে রামোনের গোলে রিয়াল ২-১ ব্যবধানে মায়োর্কাকে হারিয়ে শিরোপার ক্ষীণ আশা জিইয়ে রাখে।
ম্যাচটি যখন ১-১ সমতায় ছিল, বার্সেলোনা তখন মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিল তাদের ২৮তম লা লিগা শিরোপা নিশ্চিত করার থেকে, কারণ সমান পয়েন্ট হলেও রিয়ালের বিপক্ষে তাদের হেড-টু-হেড রেকর্ড ভালো ছিল। কিন্তু মায়োর্কার রক্ষণের শেষ মুহূর্তের ভুলে বল পেয়ে প্রথমবার মূল একাদশে নামা রামোন গোলটি করে বসেন।
এ জয়ে রিয়ালের এখন বাকি দুইটি ম্যাচ, এবং তারা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে। তবে বার্সার একটি ম্যাচ বেশি হাতে রয়েছে। আজ বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জয় পেলে বার্সেলোনাই নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন হবে।
ম্যাচের শুরুতে ১১তম মিনিটে মার্টিন ভালিয়েন্ট দুর্দান্ত অ্যাঙ্গেল শটে মায়োর্কাকে এগিয়ে দেন। রিয়ালের হয়ে ৬৮তম মিনিটে কিলিয়ান এমবাপে একক প্রচেষ্টায় অসাধারণ গোল করে সমতা ফেরান। ইনজুরির কারণে রিয়াল ১২ জন খেলোয়াড়কে ছাড়াই খেললেও ম্যাচজুড়ে তারা আধিপত্য দেখায়।
মায়োর্কার গোলরক্ষক লিও রোমান দুর্দান্ত পারফর্ম করেন, করেন ১১টি গুরুত্বপূর্ণ সেভ। রিয়াল ম্যাচে ৭২% বল দখলে রাখে, নেয় ৩৯টি শট ও ২৬টি কর্নার, তবে জয়সূচক গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত।