সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ আজ। প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়, আর সেই উত্তেজনার ছাপ স্পষ্ট ফুটবলপাড়ায় যার এক জীবন্ত প্রমাণ হয়ে উঠেছে স্টেডিয়ামের সামনে এই বিশাল ভক্তসমাবেশ।

দুপুর গড়িয়ে যাচ্ছে, ঢাকার আকাশে ঠিকই দেখা মিলেছে কাঠফাটা রোদের যেটা এমন সময়ের জন্য খুবই স্বাভাবিক। এই প্রখর রোদ উপেক্ষা করেই যেন জনস্রোতের ঢল নেমেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে। প্রতিটি প্রবেশপথে অপেক্ষায় আছে শত শত উৎসুক দর্শক, যেন মিছিল করে মাঠে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন সবাই।

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর

সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের প্রতিটি গেটজুড়ে ফুটবল সমর্থকদের ভিড়। ভুটানের বিপক্ষে আগের ম্যাচে টিকিট থাকা সত্ত্বেও অনেকে মাঠে ঢুকতে পারেননি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অনেকেই আগেভাগে চলে এসেছেন, যেন প্রিয় দলের খেলা দেখা না ছুটে।

পল্লবী থেকে আসা ভক্ত শাহেদ বললেন, “ভুটান ম্যাচে টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারিনি। তাই এবার অনেক আগেই চলে এসেছি, জামাল-হামজাদের পাশে থাকতে।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘোষণা অনুযায়ী, দুপুর ২টা থেকেই গেট খুলে দেওয়া হয়েছে, আর সাধারণ দর্শকদের জন্য প্রবেশের সুযোগ থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুনঃ

Leave a Reply