কলম্বিয়াকে হারিয়ে নারী কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে নারী কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

রুদ্ধশ্বাস এক ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে নবমবারের মতো নারী কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট শেষে ৪-৪ সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শ্যুটআউটে, যেখানে ৫-৪ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।

শনিবার রাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই উত্তেজনাপূর্ণ ফাইনাল। পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। কলম্বিয়া বারবার লিড নিলেও ব্রাজিল বারবার ম্যাচে ফিরে আসে। অতিরিক্ত সময়ে মার্তা ভিয়েরার দ্বিতীয় গোলে প্রথমবার এগিয়ে গেলেও, ফের গোল খেয়ে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

ব্রাজিলের হয়ে গোল করেন মার্তা (২টি), অ্যাঞ্জেলিনা, ও আমান্দা। কলম্বিয়ার পক্ষে গোল করেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ, ও লেইসি সান্তোস। আর একটি গোল আসে ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী শটে।

পরিসংখ্যানেও দাপট ছিল ব্রাজিলের মেয়েদের। ৬০% বল দখল ও ২১টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অন্যদিকে কলম্বিয়ার ১৪টি শটের ৬টি ছিল লক্ষ্যে।

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে নারী কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা ৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এবং যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে গোল করেন। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে তার দ্বিতীয় গোলই ব্রাজিলকে প্রথমবার এগিয়ে দেয়। যদিও এরপর ১০ মিনিটের মাথায় কলম্বিয়া আবার সমতায় ফেরে। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি আগেই জানিয়ে দিয়েছেন, প্যারিস অলিম্পিকের পরই অবসর নেবেন। তবে কোচ আর্থুর ইলিয়াস ও দলের প্রয়োজনেই এখনো মাঠে নামছেন।

নারী কোপার ১০টি আসরের মধ্যে ৯ বারই চ্যাম্পিয়ন ব্রাজিল, যা দক্ষিণ আমেরিকায় তাদের আধিপত্যেরই প্রমাণ। তবে এখনো বিশ্বমঞ্চে শীর্ষে ওঠার স্বাদ পায়নি সেলেসাও নারীরা। ২০০৭ সালে রানার্সআপ হওয়াটাই তাদের সেরা সাফল্য। এছাড়া তিনবার অলিম্পিকে রৌপ্য জিতেছে তারা।

এই ফাইনালে গোলরক্ষক লোরেনা দ্য সিলভা ছিলেন ব্রাজিলের জয়ের নায়ক। টাইব্রেকারে তিনি ২টি শট ঠেকিয়ে দেন। তার দুর্দান্ত পারফরম্যান্সেই টানা পঞ্চমবার কোপা ফাইনালে শিরোপা ঘরে তোলে ব্রাজিল এবং পঞ্চম ফাইনালে চতুর্থবার কলম্বিয়াকে হারায়।

এর আগে ২০২৪ কোপা আমেরিকার পুরুষদের ফাইনালেও শিরোপা ছুঁতে পারেনি কলম্বিয়া। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে সেবারও হতাশায় ভুগেছিল তারা। এবার সেই হতাশা পুনরাবৃত্তি ঘটল নারী দলে।

আরও পড়ুন:

Leave a Reply