নারী কোপা আমেরিকার ইতিহাসে যেন চিরচেনা দৃশ্য ফাইনালে ব্রাজিল। একে বলা যায় ডাল-ভাতের মতো স্বাভাবিক বিষয়। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। ইকুয়েডরে চলমান টুর্নামেন্টে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে হারিয়ে ১০মবারের মতো ফাইনালে উঠেছে ব্রাজিলিয়ান নারীরা।
টুর্নামেন্টের সবকটি (১০টি) আসরেই ফাইনালে উঠেছে ব্রাজিল। আগের ৯ বার ফাইনালে খেলে ৮ বার শিরোপা জিতেছে তারা। একমাত্র ব্যতিক্রম ছিল ২০০৬ সালে, সেবার আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। সুতরাং ইতিহাসে সব শিরোপাই রয়েছে কেবল ব্রাজিল ও আর্জেন্টিনার দখলে।
ব্রাজিল ৫-১ উরুগুয়

কুইটোতে বুধবারের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় ব্রাজিল। এরপর ৫৮ মিনিটে উরুগুয়ের ইয়ামিলা দোরনেলস লাল কার্ড দেখায়, এবং ১০ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষকে সহজেই আরও দুই গোল দেয় ব্রাজিল।
ব্রাজিলের পক্ষে আমান্দা গুটিয়েরেস করেন দুটি গোল (১১ ও ৬৫ মিনিটে)। গিওভানা (১৩ মিনিট), মার্তা (২৭ মিনিট, পেনাল্টি) এবং দুদিনহা (৮৯ মিনিট) করেন একটি করে গোল। উরুগুয়ের একমাত্র গোলটি আত্মঘাতী, ব্রাজিলের ইসাদোরা হাস ৫১ মিনিটে ভুল করে নিজেদের জালেই বল জড়ান।
ফাইনালে আগামী শুক্রবার কুইটোতে কলম্বিয়ার মুখোমুখি হবে আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কলম্বিয়া সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনাকে।
আরও পড়ুন: