স্পেনে কর ফাঁকির দায়ে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে তাকে কারাগারে যেতে হবে না।
রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ক্লাবটির কোচ থাকার সময় প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন।
আনচেলত্তিকে ৩৮৬,৩৬১.৯৩ ইউরো জরিমানা গুণতে হবে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। আদালতে তিনি জানান, বেতনের কাঠামো নির্ধারণে তিনি তার আর্থিক উপদেষ্টাদের ওপর নির্ভর করতেন এবং তিনি কখনো প্রতারণা করার কথা ভাবেননি।
স্পেনের আইন অনুযায়ী, সহিংসতা ছাড়া দুই বছরের নিচে কারাদণ্ড হলে, এবং পূর্বে কোনো অপরাধ না থাকলে অভিযুক্তকে সাধারণত কারাগারে যেতে হয় না।
উল্লেখ্য, কার্লো ২০২১ সালের ডিসেম্বরেই সমস্ত বকেয়া কর পরিশোধ করেছেন।
আরও পড়ুন: ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে পিএসজির মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ
FAQ
1. কেন কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে?
স্পেনের আদালত তাকে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি তখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন।
2. আনচেলত্তিকে কি জেলে যেতে হবে?
না, স্পেনের আইনে অ-সহিংস অপরাধে দুই বছরের কম সাজা হলে এবং আগের কোনো অপরাধের রেকর্ড না থাকলে কারাগারে যেতে হয় না। তাই জেলে যাবেন না।
3. তিনি কি এখন কর পরিশোধ করেছেন?
হ্যাঁ, কার্লো ২০২১ সালের ডিসেম্বরেই সমস্ত বকেয়া কর পরিশোধ করেছেন।