ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল

ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে জয়ে অভিযান শুরু করল মেয়েরা। দলের হয়ে সুরভী আকন্দ প্রীতি একটি এবং আলপী আক্তার দুটি গোল করেন।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। বিরতির ঠিক আগ মুহূর্তে গোলটি আসে। মাঝমাঠ থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে এগিয়ে আসেন ভুটানের গোলরক্ষক। তার ও এক ডিফেন্ডারের গায়ে লেগে বল গিয়ে সোজা জালে জড়ায় সুরভী প্রীতির মাধ্যমে।

বাংলাদেশ নারী ফুটবল দল

বিরতির পরও গোলের চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। ৫৩ মিনিটে দুর্দান্ত ডান পায়ের শটে বক্সের বাইরে থেকে আলপী আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। যদিও কিছুক্ষণ পর ভুটান একটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।

কিন্তু ৬৪ মিনিটে কর্নার থেকে গোল করে আবারও ব্যবধান বাড়িয়ে দেন আলপী আক্তার। জটলার মধ্যে বল ঠেলে জালে পাঠান তিনি। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১ এ।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশ আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করে একাধিকবার দলকে রক্ষা করে।

বাংলাদেশ নারী ফুটবলে এখন সাফল্যের ধারা অব্যাহত। জুলাই মাসে সিনিয়র দল এশিয়া কাপে জায়গা করে নিয়েছে। একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয় এবং এরপর এশিয়া কাপে খেলবার যোগ্যতাও অর্জন করে। এবার অ-১৭ মেয়েরা সাফ মিশন শুরু করল দারুণ জয় দিয়ে।

আরও পড়ুনঃ

Leave a Reply