ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে নেইমারের দল সান্তোস

ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে নেইমারের দল সান্তোস

খেলার মাঝে গোপন করতে পারেননি হতাশা। রেফারির শেষ বাঁশি বাজার পর নিজেকে সামলাতে ব্যর্থ হন নেইমার জুনিয়র। মাঠেই বসে কেঁদে ফেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সতীর্থরা এগিয়ে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের ধাক্কা পেয়ে কান্না যেন থামছিলই না নেইমারের। এই আঘাত সামলাতে তার সময় লাগবে, তা বলাই যায়।

আজ সকালে ব্রাজিলিয়ান সিরি আ লিগে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে নেইমারের দল সান্তোস। ম্যাচের প্রথমার্ধে মাত্র এক গোল খেলেও দ্বিতীয়ার্ধে একে একে পাঁচবার জালে বল জড়ায় ভাস্কো দা গামা। একপেশে ম্যাচে নেইমারের দল কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি।

নেইমার

এর আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ ব্যবধানে। ২০১১ সালে সান্তোসের জার্সিতে বার্সেলোনার বিপক্ষে (ক্লাব বিশ্বকাপ) এবং ২০১৭ সালে বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হেরেছিলেন তিনি। তবে সেই হারের কিছুদিন পরই পিএসজিকে হারিয়ে ‘রেমন্টাডা’র ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন নেইমার। কিন্তু আজকের হার সবকিছুকেই ছাপিয়ে গেছে।

এই ম্যাচকে ঘিরে আলাদা আলো ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কৌতিনহোকে ঘিরে। নেইমার খেলছিলেন সান্তোসের হয়ে, কৌতিনহো ভাস্কো দা গামার হয়ে। মাঠের লড়াইয়ে কৌতিনহোই এগিয়ে থাকলেন। ভাস্কো দা গামার ছয় গোলের দুটি এসেছে তার পা থেকে ম্যাচের ৫৪ ও ৬২ মিনিটে। তার দ্বারাই জয় নিশ্চিত করার পাশাপাশি অবনমন অঞ্চল থেকেও উঠে এসেছে ভাস্কো। ১৮ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে ১৬তম স্থানে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে সান্তোস।

ম্যাচ শেষে নেইমার বলেন,
“আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পূর্ণ অধিকার আছে অবশ্যই সহিংসতা ছাড়া। তারা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার আছে তাদের। এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি। দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য।”

এই ভরাডুবির কিছুক্ষণের মধ্যেই প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাব তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে বিদায় জানিয়েছে তাকে।

Table of content:

Leave a Reply