ইংলিশ ফুটবলের নতুন মৌসুমের সূচনাতেই দেখা গেলো এক নাটকীয় লড়াই। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার (১০ আগস্ট) কমিউনিটি শিল্ড ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ক্রিস্টাল প্যালেস। প্রথমবারের মতো এই ট্রফি জিতল ক্লাবটি।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল ২-২। দুইবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি লিভারপুল। অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে, যেখানে ডিন হেন্ডারসনের দুর্দান্ত সেভে বাজিমাত করে প্যালেস। পেনাল্টি শুটআউটে লিভারপুলের হয়ে গোল মিস করেন মোহাম্মদ সালাহ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হার্ভি এলিয়ট।
ক্রিস্টাল প্যালেস ৩-২ লিভারপুল

দিনটি শুরু হয়েছিল লিভারপুলের তারকা দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রের সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে স্মরণ করে। শুরু থেকেই আক্রমণাত্মক লিভারপুল ৪ মিনিটে এগিয়ে যায় উইর্টজের অ্যাসিস্টে একিতিকের গোলে। তবে ১৭তম মিনিটে ভার্জিল ফন ডাইকের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান জো ফিলিপ মাতেতা।
২১তম মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের গোলে আবার লিড নেয় অলরেডরা, কিন্তু ৭৭তম মিনিটে ইসমাইলা সার দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতা আনেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া হয় লিভারপুলের, আর ক্রিস্টাল প্যালেস রচনা করে নতুন ইতিহাস।
আরও পড়ুন: