বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর যেটি জয়ের স্বপ্ন থাকে প্রতিটি পেশাদার ফুটবলারেরই। এই বছরের সেই স্বপ্ন কার হাতে ধরা দিচ্ছে, তা জানা যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে ২০২৫ সালের ব্যালন ডি’অর মনোনয়ন পাওয়া ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা।
গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি দখল করেছে দেশের সব শিরোপা। পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয়ে নজর কেড়েছে তারা। উসমান দেম্বেলে ও জিয়ানলুইজি দোনারুমার মতো তারকারা অসাধারণ পারফরম্যান্সে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে ৩০ জনের এই তালিকায় সবচেয়ে বেশি ৯ জন খেলোয়াড়ই পিএসজি থেকে মনোনয়ন পেয়েছেন।
২০২৫ ব্যালন ডি’অর

এবার মোট ১০টি বিভাগে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পুরুষদের মূল ব্যালন ডি’অর পুরস্কার।
ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পাওয়া ফুটবলাররা:
উসমান দেম্বেলে (পিএসজি), জিয়ানলুইজি দোনারুমা (পিএসজি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), দেজিরে দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), সেরহু গিরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আর্লিং হালান্ড (ম্যান সিটি), ভিক্টর গিওকেরেস (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খিচা কাভারেস্কাইয়া (পিএসজি), রবার্ট লেভানদোভস্কি (বার্সেলোনা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), স্কট ম্যাকটমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), জোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), রাফিনহা (বার্সেলোনা), ডেকলান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইজ (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল), ভিতিনহা (পিএসজি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
আরও পড়ুন: