চেলসির দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে লন্ডনের ক্লাবটি। ২০২৫ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এ জয় পায় চেলসি। ম্যাচের নায়ক ছিলেন কোল পামার। দুটি দুর্দান্ত গোল করার পাশাপাশি জোয়াও পেদ্রোর জন্য তৃতীয় গোলটিতে অ্যাসিস্ট করেন তিনি।
২২তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে প্রথম গোল করেন পামার। আট মিনিট পর একক প্রচেষ্টায় দুর্দান্ত একটি গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। বিরতির আগ মুহূর্তে পামারের পাসে চিপ শটে গোল করেন জোয়াও পেদ্রো। শেষদিকে ফাউলের কারণে পিএসজির জোয়াও নেভেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ম্যাচ শেষ করেন ১০ জন নিয়ে।

চেলসির নিয়ন্ত্রিত ও ছন্দময় খেলায় হতবাক ইউরোপিয় চ্যাম্পিয়নরা। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে এই জয়ে উচ্ছ্বাসে ভাসে লন্ডনের ক্লাবটি। কোচ এনজো মারেস্কা দলের ট্যাকটিক্যাল কৌশল ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেন। ২০২১ সালের পর দ্বিতীয়বার শিরোপা জিতে গ্লোবাল ফুটবলে নিজেদের আধিপত্যের বার্তা দিলো লন্ডনের ক্লাবটি।
আরও পড়ুন: রাতে ক্লাব বিশ্বকাপ ফাইনালের আকর্ষণীয় লড়াই