৩২ দল নিয়ে ১৫ জুন শুরু হওয়া নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ এখন পৌঁছেছে চূড়ান্ত পর্বে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে এখন মুখোমুখি ইংলিশ ক্লাব চেলসি বনাম পিএসজি। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।
চেলসি কোচ এনজো মারেস্কার অধীনে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। গ্রুপ পর্বে যদিও ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হেরেছিল দলটি, তবে এরপর ইএস তিউনিস ও লস অ্যাঞ্জেলস এফসিকে হারিয়ে এগিয়ে যায় তারা। নকআউটে বেনফিকা, পালমেইরাস এবং সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ‘ব্লুজ’রা।
এই যাত্রায় চেলসির অন্যতম বড় আবিষ্কার ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড হুয়াও পেদ্রো, যিনি সেমিফাইনালে জোড়া গোল করে নজর কেড়েছেন। তার সঙ্গে পেদ্রো নেতো ও কোল পালমার দারুণ ফর্মে আক্রমণভাগে শক্তি যোগাচ্ছেন। তবে রক্ষণভাগে কিছু দুর্বলতা থেকে গেছে চেলসির, যা প্রতিপক্ষ বারবার কাজে লাগিয়েছে।
অন্যদিকে, পিএসজি কিলিয়ান এমবাপে ছাড়া নতুন করে নিজেদের সাজিয়েছে লুইস এনরিকের নেতৃত্বে। এবারের মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতা দলটি ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছে। নকআউটে ইন্টার মিয়ামি ও রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে তারা।
পিএসজির বড় অস্ত্র উসমানে ডেম্বেলে। তার সঙ্গে রয়েছেন দেজিয়ের দুয়ে, খভিচা কাভারাত্সখেলিয়া ও ফাবিয়ান রুইজ যারা মাঠে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। দুই উইংব্যাক নুনো মেন্ডেস ও আশরাফ হাকিমি চেলসির ডিফেন্সের জন্য হতে পারেন বড় চ্যালেঞ্জ।
চেলসি বনাম পিএসজি ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় পিএসজি কিছুটা এগিয়ে থাকলেও চেলসির তরুণ দলটি চমক দেখাতে পারে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। উত্তেজনাপূর্ণ ফাইনালে কে হবে বিশ্বের সেরা ক্লাব, সেটাই আজ নির্ধারিত হবে।
আরও পড়ুন: ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
FAQ
১. ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: চেলসি বনাম পিএসজি ফাইনাল ম্যাচ হবে ১৪ জুলাই, ২০২৫ তারিখে রাত ১টায়, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে।
২. চেলসি বনাম পিএসজির মধ্যে ফাইনালে কোন দল এগিয়ে?
উত্তর: সাম্প্রতিক পারফরম্যান্স ও খেলোয়াড়দের ফর্ম বিবেচনায় পিএসজি একটু এগিয়ে আছে, তবে চেলসিও চমক দেখাতে পারে।
৩. ফাইনালে কোন প্রধান খেলোয়াড়দের ওপর নজর রাখা উচিত?
উত্তর: চেলসির হুয়াও পেদ্রো এবং পিএসজির উসমানে ডেম্বেলে ও নুনো মেন্ডেস প্রধান তারকা খেলোয়াড় হিসেবে নজর কাড়বেন।