অনেক জল্পনা-কল্পনার পর ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন। লিভারপুল ছাড়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। ৫ মে তিনি ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। আজ (বুধবার) মাদ্রিদে এসে নিজের নতুন জার্সিও গ্রহণ করলেন ট্রেন্ট আলেক্সান্ডার।
২৬ বছর বয়সী এই রাইটব্যাক রিয়ালে যোগদানের পর বললেন, ‘মাদ্রিদে আসা এমন একটা মুহূর্ত যা প্রতিদিন আসে না, এটা আমার স্বপ্নের সত্যি হওয়া। রিয়াল মাদ্রিদ ভক্তদের সামনে খেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ক্লাবে খেলার দায়িত্ব আমি বুঝি এবং সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। আশা করি অনেক শিরোপাও জিতব।’
আনুষ্ঠানিকভাবে লিভারপুলের সঙ্গে তার চুক্তি ৩০ জুন পর্যন্ত থাকলেও, ক্লাব বিশ্বকাপের জন্য ১৫ জুনের আগে রিয়াল তাকে আগেভাগে দলে নিয়েছে। ১৫ বার ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ফিফার এই মেগা টুর্নামেন্টে তার উপস্থিতি নিশ্চিত করতে চায়। নতুন ক্লাবে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড তার বান্ধবী এস্টেলে বেহেন, পরিবারসহ উপস্থিত ছিলেন এবং স্প্যানিশ ভাষায় স্পষ্ট বক্তব্যও দিয়েছেন।
ট্রেন্ট আলেক্সান্ডার নাম্বার ১২

রিয়ালের সঙ্গে তিনি ছয় বছরের চুক্তি করেছেন, যেখানে তার বাইআউট ক্লজ রয়েছে ১ বিলিয়ন ইউরো। ২০০৪ সালে মাত্র ৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে যোগ দেওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড লিভারপুলের হয়ে ৩৫২ ম্যাচ খেলেছেন, ২৩ গোল করেছেন এবং ৯২টি গোলের সহায়তা দিয়েছেন। তিনি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ আটটি ট্রফি জিতেছেন।
নতুন যাত্রায় তার জার্সি নম্বর ও নামেও পরিবর্তন এসেছে। লিভারপুলে তার নম্বর ছিল ৬৬, ইংল্যান্ড জাতীয় দলে ৮ ও ১০ নম্বর জার্সি পরেছেন, কিন্তু রিয়ালে তিনি পেয়েছেন ১২ নম্বর। লা লিগার নিয়ম অনুযায়ী ১ থেকে ২৫ নম্বরের মধ্যে জার্সি নিতে হয়, যেখানে গোলরক্ষকদের জন্য নির্দিষ্ট নম্বর রয়েছে। রিয়ালে তখন ২৫, ১২ ও ১৮ নম্বর অবশিষ্ট ছিল, যার মধ্যে ১২ নম্বর বেছে নিয়েছেন তিনি। এছাড়া, রিয়ালে তার জার্সির পেছনে ‘ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড’ না লিখে কেবল ‘ট্রেন্ট’ নাম ব্যবহার করবেন। তিনি বলেন, ‘মানুষ আমাকে বিভিন্ন নামে ডাকে, তাই সহজ করতে ‘ট্রেন্ট’ বেছে নিয়েছি।’
রিয়ালে ১২ নম্বর জার্সি পরা ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলো ১৬ বছর খেলেছেন এবং ২৫টি শিরোপা জিতেছেন। ট্রেন্টের অভিষেক হতে পারে ক্লাব বিশ্বকাপে, যেখানে রিয়াল ১৮ জুন সৌদি ক্লাব আল-হিলালের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে।
আরও পড়ুনঃ